নিজস্ব প্রতিবেদক:
‘মাদক নয় খেলার জন্য মাঠ চাই’ এই শ্লোগানকে সামনে রেখে রাজধানীর জুরাইনে বিক্রমপুর প্লাজার সামনে এলাকার জনসাধারণকে সঙ্গে নিয়ে মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) মানববন্ধন করে জুরাইন এলাকার বেশ কয়েকটি ক্রীড়া সংগঠন।
জুরাইন ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা হাফিজুর রহমান মিতু ও জুরাইন ফুটবল একাডেমির ক্রীড়া সম্পাদক সোহাগ দেওয়ানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন তেঁতুল-তলা মাঠ আন্দোলনের সমন্বয়ক সৈয়দা রত্না, পরিবেশ আন্দোলন বাপার মোঃ সুমন শেখ, বাংলাদেশ শিল্প গোষ্ঠীর মো.আনিছুর রহমান অদিতি, জাগরণী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন সাজ্জাদ।
মানববন্ধনে বক্তারা বলেন, জুরাইন, মুরাদপুর শ্যামপুর, দনিয়া, ধোলাইপারসহ অত্র এলাকায় কোথায়ও খেলার মাঠ নাই। এই এলাকার ছেলে মেয়েদের স্বাভাবিক প্রতিভা বিকাশ হচ্ছে না। আর এই কারণেই স্কুলের গণ্ডি পার না হতেই জড়িয়ে পড়ছে নানা অপরাধে। আমরা মনে করি, পড়াশুনার পাশাপাশি একমাত্র খেলাধুলাই ফিরিয়ে আনতে পারে সুস্থ সমাজ ব্যবস্থা।
এসময় এলাকাবাসী ঢাকা ৪ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই এলাকায় একটি খেলার মাঠ করে দেয়ার জন্য দাবি জানান।
এর আগে যুব সমাজকে সামাজিক ভাবে অবক্ষয় থেকে উত্তরণের জন্য কিছু উদীয়মান সমাজসেবক গড়ে তোলে একাধিক ক্রীড়া সংগঠন। এরই ধারাবাহিকতায় এখানে গড়ে উঠে জুরাইন জনতা ক্লাব, জুরাইন ফুটবল একাডেমী, শ্যামপুর জাগরণী ক্রীড়া চক্র, মুনছুর স্পোর্টিং ক্লাব সহ অসংখ্য ক্রীড়া সংগঠন। তবে কিছু সংগঠন ও ক্লাবের সদস্যদের প্রাকটিস করতে হয় বুড়িগঙ্গা নদীও ওপারে হাসনাবাদ বা পানগাঁও গিয়ে।
এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মোহাম্মদ খান, ঢাকা সোনালী অতীত ক্লাবের সভাপতি ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত খেলোয়ার হাসানুজ্জামান খান বাবলু সহ সকল ক্রীড়া সংগঠন ও ঢাকা-৪ আসনের পক্ষ থেকে জুরাইন ফুটবল একাডেমি।
সাথী সোহেল জনকল্যাণ ফাউন্ডেশন (আর্তমানবতার সেবায়) বিকাশ/নগদঃ ০১৩০২৪৪৭৩৭৩
প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার কর্তৃক লন্ডন যুক্তরাজ্য থেকে প্রকাশিত WhatsApp +44 7574 879654
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব সহ সম্পাদকঃ ফরিদ হোসেন
বার্তা সম্পাদকঃ শেখ মোঃ করিম বকসো কারিগরী সহায়তায়ঃ রাকিবুল ইসলাম রাফি