
রাঙ্গুনিয়ায় সমাজসেবক আলহাজ্ব মুহাম্মদ আইয়ুব আলীর চেহলাম অনুষ্ঠিত।
রাঙ্গুনিয়ায় সমাজসেবক আলহাজ্ব মুহাম্মদ আইয়ুব আলীর চেহলাম শনিবার (৩০ জুলাই) নিজ বাড়ীতে অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০ টায় খতমে কুরআন, মিলাদ কিয়াম, কবর জিয়ারত ও কবরে শ্রদ্ধাঞ্জলী অর্পণ শেষে মেজবানের আয়োজন করা হয়।
পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, ঘনিষ্ঠ বন্ধু, আলেম ওলামা, এতিম মিসকিন এবং গুণগ্রাহীরা এতে অংশ নেন। সমবেত ব্যক্তিরা মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন।
আলহাজ্ব মুহাম্মদ আইয়ুব আলী গাউছিয়া কমিটি বাংলাদেশ, আহলে সুন্নাত ওয়াল জামাআত, মালেক সওদাগর বাড়ী জামে মসজিদের সাবেক সভাপতি সহ বিভিন্ন ধর্মীয় শিক্ষামুলক ও সামাজিক কর্মকান্ডের সাথে যুক্ত ছিলেন।
তিনি রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক জিগারুল ইসলামের শ্বশুর ও সাবেক চট্রগ্রাম উত্তরজেলা ছাত্রলীগের নেতা, রাঙ্গুনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক এম এ কাইয়ুম ও প্রবাসী শিল্পোদ্যোক্তা মুহাম্মদ কাউছার এর পিতা।
উল্লেখ্য যে, তিনি ১৮ জুন ২০২২ আল্লাহ পাকের ডাকে সাড়া দেন।