বিশেষ প্রতিনিধি

সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়ার বাসিন্দা রাকিব ভুইয়া স্বপ্নচূড়া স্পোর্টিং ক্লাবের সাথে অনেকদিন যাবত জড়িত আছে এবং দিরাই উপজেলার কিছু মেয়েদেরকে খেলাধুলা শিখিয়ে যাচ্ছে। বিভিন্ন ব্যানারে মেয়েদেরকে নিয়ে বিভিন্ন জেলাও বিভাগে তার নেতৃত্বে সে নিজেই নিয়ে যাচ্ছে । খেলার সূত্র ধরে বিভিন্ন দাতা সংস্থার কাছ থেকে অনুদান এনে গ্রামে কয়েকজন কে ২০ হাজার টাকার বিনিময়ে কয়েকটি টিউবওয়েল দেন,এসব দেখে অনেকেই টিউবওয়েলের জন্য রাকিব ভুইয়াকে মানুষ বিশ্বাস করেন। মানুষের এই বিশ্বাস কে সে কাজে লাগিয়ে পর্যায়ক্রমে দিরাই উপজেলা থেকে বিভিন্ন এনজিওর নাম দিয়ে এক এক করে ছয়লক্ষ টাকা নিয়েছে। এখন কারো কল রিসিভ করছে না,মেসেঞ্জারে কারো মেসেজ সীন করছে না, কাউকে আবার ব্লক দিচ্ছে নাম্বারে,কাউকে ব্লক দিচ্ছে হোয়াটসঅ্যাপে,কাউকে ব্লক দিচ্ছে মেসেঞ্জারে। মধ্যম হয়ে যারা টাকা দিয়েছেন তারা অনেকটা কষ্টের মধ্যে আছেন। পারছেন না কাউকে বলতে, পারছেন না গ্রাহকের টাকা ফিরিয়ে দিতে, পারছেন না কাউকে টিউবওয়েল দিতে। মাঝেমধ্যে সে আত্ম হত্যার হুমকি দিয়ে ফেইসবুকে পোস্ট করে দাতাদের হুমকি দেন। রাকিব ভুইয়া এখন কোথায় আছে কেহ বলতে পারছে না,তার বিরুদ্ধে সকল গ্রাহক একত্রিত হয়ে মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!
%d bloggers like this: