
রাউজান প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ভিশন “গ্রাম হবে শহর” এই স্বপ্নকে শতভাগ বাস্তবায়ন করার লক্ষ্যে রাউজান পৌরসভাকে পরিচ্ছন্ন, পরিবেশ বান্ধব, মডেল ও আধুনিক পৌরসভা হিসেবে গড়ে তুলতে রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী’র নির্দেশনায় ডায়াগনস্টিক সেন্টার মালিকদের সাথে মেডিক্যাল বর্জ্য এবং পোল্ট্রী ও ডেইরি ফার্মের মালিকদের সাথে ফার্মের বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কিত পৃথক মতবিনিময় সভা ১৭জুলাই রবিবার রাউজান পৌরসভা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে ও সংগঠক আরফানুল ইসলামের আবিরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জানে আলম জনি, পৌরসভার কাউন্সিলর শওকত হাসান, পৌরসভার প্রকৌশলী ওয়াসিম আকরাম, রাউজান ডেইরি এসোসিয়েশনের সভাপতি জালাল উদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মো.তাজুল ইসলাম, পোল্ট্রি ব্যবসায়ি নুরুল হুদা চৌধুরী, সুজন দাশ, আহমদ শফি মেম্বার, আশরাফ উদ্দিন চৌধুরী, তসলিম উদ্দিন প্রমূখ।