রাউজান (চট্টগ্রাম)  প্রতিনিধি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্যপুস্তক নিয়ে নিজস্ব অর্থায়নে বা ব্যাক্তিগত উদ্যোগে গড়েতোলা সকল কিন্ডারগার্টেন কেজেস্কুল বা নুরানী একাডেমি সম্পূর্ণ ভাবে বন্ধ করার কড়া নির্দেশ দিলেন রাউজান উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল কুদ্দুস, তিনি গত ৩০ জুলাই২০২২ ইংরেজি শনিবার বিকেলে উপজেলার ইউনিয়ন ভিত্তিক ইউনিয়ন চেয়ারম্যান ও বিদ্যালয়ের সভাপতি প্রধান শিক্ষক এবং কেজিস্কুলের শিক্ষকদের নিয়ে বিশেষ জরুরী সভার আয়োজন করেছেন। উপজেলার অন্যান্য ইউনিয়নের ন্যায় ১নং হলদিয়া ইউনিয়নের হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আবদুল কুদ্দুস। এতে উপস্থিত সকলকে প্রশ্ন /জিজ্ঞাসা করার অনুমতি দিলে কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষকগণ প্রশ্ন করলেও কোন নুরানি একাডেমি কেজিস্কুলের পক্ষথেকে কেউ কোন ধরনের প্রশ্ন করেন নি। উপজেলা শিক্ষা অফিসার বলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের গ্রেজুয়েট সনদের পাশাপাশি নানা প্রশিক্ষণের মাধ্যমে প্রাথমিক স্থরের শিক্ষার্থীদের শিক্ষাদানের জন্য নিয়োগ দেয়া হয়েছে।
কিন্তু সসরকারি বই নিয়ে কেউ শিক্ষা বাণিজ্য না করের জন্য কঠোর নির্দেশনা দেন। তবে তিনি কেজিস্কুল ও নুরানী একাডেমির সকল শিক্ষার্থীদের প্রাথমিক বিদ্যালয়ের ভর্তির নির্দেশ দিয়ে বলেন আপনারা কোমলমতি শিশুদের ইসলামি কোরআন হাদিস সহ মাদরাসা শিক্ষায় পাঠদানের ক্ষেত্রে কোন বাধার থাকবেনা। কেজি নুরানি বন্ধ না করে তিনি ধর্মীয় শিক্ষা চালুর নির্দেশ দেন। এতে উপস্থিত ছিলেন উত্তর সর্তা দরগা উচ্চ বিদ্যালয় সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়, হলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মাওলানা ইদরিস আনসারি,ইয়াছিন নগর জুবলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি তৌহিদুল আলম বাবুল,জানিপাথর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মুক্তি যোদ্ধা আবু তাহের, হলদিয়া সাজেদা কবির চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক মাওলানা দিদারুল আলম, উত্তর সর্তা পদ্যপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি তমাল দত্ত পিন্টু, সহ আরও অনেকে। পরিশেষে ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শিক্ষা অফিসারের বক্তব্যকে সমর্থন যানিয়ে বলেন স্কুলের লেখা পড়ার মান ও শিক্ষকদের আরো আন্তরিক হতে হবে বিশেষ করে কোমল মতি শিক্ষার্থীদের সাথে সদাচরণ বিনিময়ে করার সহযোগিতা কামনা করেন পরিশেষে আলোচনার প্রতি গুরুত্ববোধ হয়ে নির্দেশনা পালনের অনুরোধ ও সবাইকে শুভেচ্ছা জানিয়ে সভাপতি সমাপ্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!