
এম দিদারুল আলম রাউজান চট্টগ্রাম রাউজান প্রতিনিধি
আমিরহাট ১০দিন ব্যাপি মহান শোহাদায়ে কারবালা মাহফিল বাস্থবায়ন কমিটির প্রথম প্রস্তুুতি সভা (২৯ জুলাই)শুক্রবার রাতে জহুর-আম্বিয়া ভিলাতে শেখ মুহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্টিত হয়।আহবায়ক মুহাম্মদ জাবেদ ও সচিব মাওলানা মোজাম্মেল হোসাইনের যৌথ সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন শোহাদায়ে কারবালা মাহফিল বাস্থবায়ন কমিটির চেয়ারম্যান এম বেলাল উদ্দিন।এতে দেশের বৈশ্বিক করোনা মহামারি শিতিল না হওয়ায় শুধু মাত্র একদিন মাহফিল উদযাপন করার সিদ্বান্ত গৃহিত হয়।এতে সকলের মতামতের ভিত্তিতে গুরুত্বপুর্ণ আলোচনা পর্যালোচনা করা হয়।এসময় উপস্থিত ছিলেন আলহাজ্জ মাওলানা সোলায়মান চৌধুরী,হাফেজ ওমর ফারুক,সাংবাদিক মাওলানা দিদারুল আলম আলকাদেরী মাওলানা সৈয়দ লুৎফুর রহমান,মাওলানা সৈয়দ মুহাম্মদ গিয়াস উদ্দিন,মাওলানা রফিকুল ইসলাম,মাওলানা আবদুল মালেক,মাওলানা ইউছুফ তৈয়বি,শায়ের মাওলানা আবদুল মাবুদ,মাওলানা কুতুব উদ্দিন, শায়ের মাওলানা মিনহাজ উদ্দিন,শায়ের মাওলানা ওসমান গণী কাদেরী,মাওলানা হাসানুল করিম,মুহাম্মদ মোজাফফর,মাওলানা এমরান হোসাইন,মাওলানা নঈমুল হক,মাওলানা হাফেজ মহিউদ্দিন,নাজিম উদ্দিন মাইজভান্ডারী,মুহাম্মদ আলী প্রমুখ।প্রস্তুুতি সভার আগে নাতে রাসুল(দঃ), কছিদা শরিফ,পবিত্র খতমে গাউছিয়া শরিফ,শাজরা শরিফ,মিলাদ কিয়াম ও আখেরী মোনাজাত অনুষ্টিত হয়।সর্বশেষ তাবরুক বিতরণ সহ দেশ ও জাতীর কল্যান কামনা করে সর্বশেষ মোনাজাত করেন আলহাজ্জ মাওলানা সোলায়মান চৌধুরী প্রমুখ।