রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

গত ১১ রবিউল আওয়াল, ৪ অক্টোবর উত্তর চট্টগ্রামে প্রথম ১২ দিন ব্যাপি পবিত্র ঈদে মিলাদুন্নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের প্রতিষ্টাতা হযরত শাহ ছুফি আব্দুল ওহাব বি,এ,বিএড (রাহমাতুল্লাহির) প্রতিষ্ঠিত ১২ দিন ব্যাপি পবিত্র ঈদে মিলাদুন্নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ১১ তম মাহফিল আল্লামা শায়েস্থা খাঁন আল আজাহারীর আল মাইজভাণ্ডারীর ব্যাবস্থাপনায় রাউজান হযরত এয়াছিন শাহ (রাহমাতুল্লাহি) কলেজের একে এম ফজলুল কবির চৌধুরী হলে অনুষ্ঠিত হয়।
মাহফিলের ১১তম দিবসে প্রধান আলোচক ছিলেন- গহিরা এফ.কে. জামেউল উলুম কামিল মাদরাসার আরবি প্রভাষক আল্লামা সালাহ উদ্দীন,
মাওলানা বাহাউদ্দীন ওমর মাইজভান্ডারির সঞ্চালনায় মাহফিলের শরুতে পবিত্র কোনআন পাক তেলাওয়াত করেন হাফেজ মিজানুর রহমান,
নাতে মোস্তাফা (সাঃ) ও মাইজভান্ডারি কালাম পরিবেশন করেন মাওলানা কুতুবুদ্দিন মাইজভান্ডারি। মাহফিলে উদ্ভোধনী বক্তব্য রাখেন রাউজান প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক মাওলানা এম দিদারুল আলম আলকাদেরী, এতে বিশেষ বক্তা ছিলেন
খিল পাড়া ইসমিক সেন্টারের পরিচালক মাওলানা ইলিয়াস হোসাইনী, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা রায়হান রেজা রিজভী, মাহফিলে বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ মুহাম্মদ ,ফারুক, ছৈয়দ শহীদ জাফর মাইজভান্ডারি, মামুন মিয়া মাইজভান্ডারি, মাওলানা কুতুবউদ্দিন হাসনাবাদি,সাংবাদিক মাওলানা এম বেলাল উদ্দিন মাইজভান্ডারি, মাওলানা ইকবাল হোসেন, এম,এ হালিম, প্রাইম ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক এম ফরমান চৌধুরী,
আল্লামা শায়েস্তা খাঁন আল আজহারী আল মাইজভাণ্ডারীর শুভেচ্ছা বক্তব্য পর মাহফিলে মিলাদকিয়াম শেষে মাহফিলের প্রতিষ্ঠাতা শিক্ষাগুরু হযরত শাহ সুফি আব্দুল ওহাব বিএ বিএড (রহমাতুল্লাহি) সহ দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ মোনাজাত করেন আল্লামা সালাহ উদ্দীন মাইজভান্ডারি। মাহফিল প্রতিষ্টাতা ও তাঁর পরিবারের পক্ষে দোয়া কামনা করে উপস্থিত মুসল্লীদের কৃতজ্ঞতা জ্ঞ্যাপন করেছে
আলহাজ্ব এন, এ এম বদরুদ্দীন মাইজভান্ডারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Don`t copy text!
%d bloggers like this: