
এম,দিদারুল আলম রাউজান প্রতিনিধি
স্থানীয় নেতৃত্বসম্পন্ন (লোকাল লিডার) ব্যক্তিবর্গের সাথে নিরাপদ অভিবাসন বিষয়ক ওরিয়েন্টেশন প্রত্যাশী সিমস প্রকল্পের ব্যবস্থাপনায় ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
প্রত্যাশী সিমস প্রকল্পের আওতাধীন নিরাপদ অভিবাসন এর প্রজেক্ট অফিসার মোহাম্মদ আজিম উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সামাদ সিকদার। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন কারিগরি শিক্ষা প্রশিক্ষণ নিয়ে বিদেশ গেলে সফলতার দ্বারপ্রান্তে পৌছানো সম্ভব।তাই সকল প্রবাস প্রত্যাশীদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হয়ে বিদেশ যেতে আহবান জানাচ্ছি। এসময় আরো উপস্থিত ছিলেন প্রত্যাশী সিমস্ প্রকল্পের আওতাধীন নিরাপদ অভিবাসন এর প্রজেক্ট অফিসার মোহাম্মদ আলী আহমেদ,রাউজান উপজেলার সমন্বয়কারী নুরুন্নাহার ফেরদৌস তিথি, সোশ্যাল মবিলাইজার
আলী আজগর হোসেন, আনিকা সুলতানা, হাসিনা বেগম, মুন্নী দে, গাউছুল আজম মাইজভান্ডারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল বাতেন, মোহাম্মদ হানিফ সহ বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন শ্রেনীপেশার মানুষ।