
রবিউল হোসেন রবি রাউজান প্রতিনিধি
আওলাদে রাসুল (স:) আল্লামা হাফেজ ক্বারী সৈয়দ আহমদ শাহ্ সিরিকোটি (র:) ও হুজুর কেবলা আল্লামা সৈয়্যদ তৈয়্যব শাহ্ (র:) এর সালানা ওরশ মোবারক গাউছিয়া কমিটি বাংলাদেশ হযরত আশরাফ শাহ ইউনিট শাখার প্রতিষ্ঠাতা সভাপতি শাহজাদা মাসুদ পারভেজ শাহ এর সভাপতিত্বে ২২ জুলাই জুমাবার সন্ধ্যায় কদলপুর চৌধুরী নূর আলী মুন্সির বাড়ি হারেছ শাহ মন্জিলে অনুষ্ঠিত হয়েছে। মাওলানা আবু বকর এর সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদ্রাসার আরবি মুদাররিছ মাওলানা রাশেদুল ইসলাম আল কাদেরী,,
বিশেষ বক্তা ছিলেন পাহাড়তলী গাউছিয়া মোহাম্মদীয়া সিনিয়র মাদ্রাসার পরিচালক মাওলানা আব্দুল করিম চৌধুরী, গশ্চি হাছি ফকির (র:) হাফেজিয়া সিনিয়র মাদ্রাসার আরবি মুদাররিছ মাওলানা মোহাম্মদ ইলিয়াস করিম। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তছলিম উদ্দিন বাদশা, মুহাম্মদ আব্দুল হাকিম, আমান উল্লাহ সওদাগর, মোহাম্মদ নাছির উদ্দিন, বাহাদুল আলম চৌধুরী, কাজী নাছির উদ্দিন, আকতার আলম চৌধুরী, মোহাম্মদ হাসান, মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ রফিক। এসময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ আবিদ মোহাম্মদ মুন্তাসির মোহাম্মদ জিহাদ সহ গাউছিয়া কমিটি বাংলাদেশ হযরত আশরাফ শাহ ইউনিট শাখার অন্যন্যা সদস্যবৃন্দ।