
এম,দিদারুল আলম রাউজান প্রতিনিধি
বঙ্গবন্ধুর আদর্শে উজ্জ্বিবিত সৈনিক যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা ৮০ লিটার পাহাড়ী চোলাই মদসহ সাপ্লাইকারী সিএনজি চালককে আটক করেছে। ১৮জুন শনিবার রাত ১১টার সময় কদলপুর এলাকা থেকে অবিনব কায়দায় অভিযান চালিয়ে এই সাপ্লাইকারী কে আটক করা হয়।
আটককৃত মদ সাপ্লাইকারী হলেন হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ হাসান আলী পেয়াদার বাড়ির মৃত বদিউল আলমের ছেলে। তাকে জিঞ্জাসাবাদ করা হলে সে বলে গহিরা ব্রীকফিল্ড সংলগ্ন শাহজান নামে এক মাদক ব্যবসায়ীর কাছে এই মদ নিয়ে যাচ্ছে। তথ্যসূত্রে জানা যায়, শনিবার রাতে কদলপুর ইউনিয়ন সংলগ্ন দাশপাড়া সড়ক থেকে তাকে আটক করে ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা। মাদক সাপ্লাইকারীকে আটক করতে সহযোগিতা করেন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক লোকমান হাকিম,জয়নাল মেম্বার, মিজানুর রহমান, ছাত্রলীগের আহবায়ক আরমান শাহ, মোহাম্মদ তারেক, অন্তু, ডালিম,ইমন, হাসান । তারা তাকে আটক করে স্থানীয় ইউনিয়ন পরিষদে নিয়ে যায় এবং ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ চৌধুরীর নিকট হস্তান্তর করে। পরে ইউপি চেয়ারম্যান রাউজান থানাকে এই ব্যাপারে জানালে দ্রুত পুলিশ ফোর্স এসে আটককৃত মদ, সিএনজি সহ সাপ্লাইকারীকে থানায় নিয়ে যায়।