
রাউজান প্রতিনিধি
সাজ্জাদানশীনে দরবারে গাউছুল আজম আলহাজ্ব হযরত মওলানা শাহ্ ছুফী সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারীর নির্দেশনায় ও নায়েব সাজ্জাদানশীন আলহাজ্ব সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারীর সার্বিক তত্ত্বাবধানে ডাবুয়া হিঙ্গলা শাখার ব্যবস্থাপনায় পরিবেশ রক্ষাই বৃক্ষরোপন কর্মসূচি ২০২২ অনুষ্ঠিত হয়েছে। ১৯আগস্ট শুক্রবার সকাল ১০টায় উত্তর হিঙ্গলা বটতল সিএনজি স্টেশন সংলগ্ন মাঠ প্রাঙ্গনে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ্ এমদাদীয়া রাউজান উপজেলা কার্যকরি সংসদের সভাপতি ইউনুচ মিয়া কোম্পানি। সংগঠনের সভাপতি মোহাম্মদ আবু সওদাগরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মনছুর উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা খায়ের আহমদ, মোহাম্মদ জাগের, মোহাম্মদ ফরিদ, মোহাম্মদ রফিক,মোহাম্মদ শফি,সাংগঠনিক সম্পাদক মনছুর আলম বাছা, দারুত্বায়ালীম সম্পাদক মোহাম্মদ আলমগীর, আবু তৈয়ব মানিক, আবুল কাশেম, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ আজাদ, শাকিল সহ অন্যন্যা কর্মকর্তা ও সদস্যবৃন্দ। উল্লেখ্য যে, স্থানীয় কয়েকটি সড়কে প্রায় শতাধিক ফলজ ও বনজ চারা রোপন করা হয়।