রাউজানে প্রত‍্যাশী সিমস প্রকল্পের ব‍্যবস্থাপনায় মাইগ্রেশন ফোরামের প্রতিনিধিদের প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠি

 এম,দিদারুল আলম রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট কো-অপারেশন এর আর্থিক সহায়তায় এবং হেলভেটাস বাংলাদেশের কারিগরি সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত‍্যাশী কতৃক বাস্তবায়িত সিমস প্রকল্পের আয়োজনে নিরাপদ অভিবাসন ইস‍্যুতে দক্ষতা বৃদ্ধির লক্ষে মাইগ্রেশন ফোরামের প্রতিনিধিদের প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ২৬অক্টোবর বুধবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত প্রশিক্ষণ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সামাদ সিকদার। প্রত‍্যাশী সিমস প্রকল্প চট্টগ্রাম জেলার সমন্বয়কারী রশিদা খাতুনের সভাপতিত্বে বিষয় ভিত্তিক গুরুত্বপূর্ণ আলোচনা করেন প্রত‍্যাশী সিমস প্রকল্পের প্রজেক্ট অফিসার মোহাম্মদ আজিম উদ্দিন ও আলী আহমেদ। সার্বিকভাবে সহযোগিতা করেন প্রত‍্যাশী সিমস প্রকল্পের নবাগত উপজেলা সমন্বয়কারী মোহাম্মদ আরিফুল ইসলাম, সোশ্যাল মবিল‍্যাইজার মোহাম্মদ আলী আজগর, মুন্নী দে, হাসিনা বেগম। এছাড়াও এসময় বিভিন্ন শিক্ষক সাংবাদিক জনপ্রতিনিধি সংগঠক ও ফোরামের সম্পাদক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।উল্লেখ‍্য যে, প্রত‍্যাশী সিমস প্রকল্প নিরাপদ অভিবাসন, আর্থিক স্বাক্ষরতা ও আইনি সহায়তা এই ৩টি ধাপে কাজ করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!