
রাউজান(চট্টগ্রাম) প্রতিনিধি
রাউজানে গাছ পড়ে মোঃ শফি(৫০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার দুপুরে এঘটনা ঘটে উপজেলার হলদিয়া ইউপির ৫ নং ওয়াডের সর্তাখাল লাগোয়া ছোলারোঠিলা মোঃ নুরুচ্ছাফার কাঠ বাগানে।জানাগেছে গাছ ব্যবসায়ী মুহাম্মদ খোরশেদের হয়ে শফি সহ আরো বেশ কজন শ্রমিক সেখানে গাছ কাটছিল।গাছ কাটার একপর্যায়ে গাছের অদূরে বসে থাকা কর্তনকৃত গাছের ঢাল এসে পড়ে শফির মাথার উপর।সাথে সাথে তার মাথা ফেটে যায়। প্রচন্ড আঘাতে বেহুশ হয়ে যায় শফি।গাছ ব্যবসায়ী মোঃ খোরশেদ সহ অন্য শ্রমিকরা মিলে দ্রুত তাকে রাউজান মেডিকেল এরপর চমেকে নিয়ে যায়।সেখানে দুপুর দেড়টায় মারা যায় শফি।মারা যাওয়া শফি একই ইউপির ৮ নং ওয়াডের বরকইত্যা ঠিলার মোঃ মফিজের ছেলে।শফি ৪মেয়ে ও ১সন্তানের জনক।