রাসুল (স:) এর মহব্বতে একফোটা চোখের জল জাহান্নামের আগুন নিভে যেতে পারে— ওমর ফারুক নঈমী

 

 

রাউজান উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নস্থ নদীমপুর খন্দকার বাড়ি সমাজ কল‍্যাণ পরিষদের উদ‍্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে আজিমুশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১অক্টোবর শুক্রবার বাদে মাগরিব নদীমপুর বায়তুল করম জামে মসজিদ পার্শ্বস্থ  মাঠে আয়োজিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন এম সরোয়ার্দী সিকদার। নদীমপুর মকবুলিয়া দরবার শরীফের সুযোগ‍্য শাহজাদা মাওলানা জুবাইদুল আলমের সভাপতিত্বে ও সংগঠক মোহাম্মদ জাহেদুল ইসলামের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন হাটহাজারী আজিজিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার পরিচালক আলহাজ্ব মাওলানা মোহাম্মদ ওমর ফারুক নঈমী, তিনি বলেন পৃথিবীর সমস্ত পানি দিলেও জাহান্নামের আগুন নিভানো যাবে না, আর যদি
রাসুল (স:) এর মহব্বতে একফোটা চোখের জল ফেলতে পারে জাহান্নামের আগুন হারাম হয়ে যেতে পারে।

বিশেষ বক্তা ছিলেন আঞ্জুমানে আহলে তাসাউফ বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ গাজী মঈনুদ্দীন রেজভী আল কাদেরী,,,
তিনি বলেন যেকোন কাজ করবেন নিয়তটা ঠিক রাখবেন, নিয়ত ঠিক থাকলে আপনার সকল আমল আল্লাহর দরবারে কবুল হবে।
এতে আরো বিশেষ বক্তা ছিলেন নদীমপুর কামিল চৌধুরী বায়তুল জান্নাত জামে মসজিদের খতিব মাওলানা তরিকুল ইসলাম মাইজভান্ডারী, ফটিকছড়ি লালার বাপের জামে মসজিদের খতিব হাফেজ কারী মাওলানা মোহাম্মদ রহমত উল্লাহ সিদ্দিকী, বার আউলিয়া মোকাররম জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ নওশাদ হোসেন।সুন্নী সম্মেলন বাস্তবায়নে সার্বিক সহযোগীতা করেন খন্দকার বাড়ি সমাজ কল‍্যাণ পরিষদের মোহাম্মদ ওমর ফারুক, মোহাম্মদ শাহ আলম, মোহাম্মদ কাদের, মোহাম্মদ সাব্বির, মোহাম্মদ ফয়সাল, মোহাম্মদ ইরফান, মোহাম্মদ সানি,মোহাম্মদ জিবলু, মোহাম্মদ বাদশা, মোহাম্মদ মানিক, মোহাম্মদ রিজান, মোহাম্মদ নূর উদ্দিন, মোহাম্মদ রবি, মোহাম্মদ রাকিব, মোহাম্মদ তারেক, মোহাম্মদ নেজাম,মোহাম্মদ সিজল, মোহাম্মদ সারুপ সহ পরিষদের অন‍্যন‍্যা কর্মকর্তা, সদস্যবৃন্দ ও এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!