তরিকুল ইসলাম, রংপুর সিনিয়র রিপোর্টারঃ

সোমবার (২০ নভেম্বর) সুস্থ্য, মেধাবী জাতি গঠনের লক্ষ্যে টিকাদান কর্মসূচী শতভাগ বাস্তবায়ন বিষয়ক এক কর্মশালা রংপুর সিভিল সার্জন কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ।

জানা যায়, রংপুর জেলার ৮ উপজেলার ৭৬টি ইউনিয়নে গত দু’বছরে ১ লাখ ১২ হাজার ৭৫২ জন শিশুকে টিকা প্রদানসহ তাদের টিকাদানের তথ্য ডিজিটাল মাধ্যমে অর্ন্তভূক্ত করা হয়েছে। শতভাগ শিশুকে টিকার আওতায় আনতে ৯৫ হাজার ৯৫৮ জন শিশুর তথ্য বাড়ি বাড়ি গিয়ে তালিকাভূক্ত করেছে স্বাস্থ্য কর্মীরা।
সিভিল সার্জন ডাঃ ওয়াজেদ আলী’র সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ এবিএম আবু হানিফ। বক্তব্য রাখেন, বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের উপ-পরিচালক ডাঃ জাহাঙ্গীর কবির, অতিরিক্ত জেলা প্রশাসক(মানব সম্পদ উন্নয়ন) হাবিবুল হাসান রুমি।
এ সময় বক্তারা বলেন, চলমান ১০টি রোগের বিরুদ্ধে শিশুদের ৬টি করে টিকা দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!
%d bloggers like this: