সিরাজগঞ্জের তাড়াশে ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিনকে হাত পা ভেঙ্গে দেওয়ার পাশাপাশি তাকে হত্যার হুমকি প্রদানের অভিযোগ উঠেছে তালম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ওই ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল খালেক বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে গত ৪ মে উপজেলার তালম ইউনিয়নের রানীর হাট বাজারে। আর এ ঘটনায ওই দিন রাতে যুবলীগ নেতা আব্দুল মতিন আইনগত প্রতিকার চেয়ে তাড়াশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে, গত ৪ জুন সকালে রানীর হাট বাজারে একটি দোকানের সামনে দিয়ে যাওয়ার সময তালম ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল খালেক ওই ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিনের মটর বাইকের গতিরোধ করেন। পরে মতিনের বিরুদ্ধে গত নির্বাচনে দু’জন বিদ্রোহী প্রার্থী দাঁড় করানো অভিযোগ করে তাকে হাত পা ভেঙ্গে দেওয়ার পাশাপাশি হত্যার হুমকি দেন।

এ সময় তাদের বাক-বিতান্ডার চলাকালে বাজারের আশেপাশের লোক জন এসে তাদের দুজনকেই থামিয়ে দেন।

অবশ্য, চেয়ারম্যান আব্দুল খালেক যুবলীগ নেতা মতিনকে হাত পা ভেঙ্গে দেওয়া ও প্রাণ নাশের হুমকী বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা তাদের ষড়যন্ত্রের অংশ।

এ প্রসঙ্গে তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!