
একে মিলন সুনামগঞ্জ থেকে :
সুনামগঞ্জে যাদুকাটা নদীতে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তেলন কালে ১টি ষ্টিল বডি নৌকাসহ ৪জনকে আটক করেছে টুকের বাজার নৌ পুলিশ।। গতকাল ভোররাতে যাদুকাটা নদীর মিয়ারচর এলাকাতে অভিযান চালিয়ে এদের আটক করা হয়।
আটককৃতরা তাহিরপুর উপজেলা ননাই গ্রামের মৃত আব্দুল ছামাদের ছেলে জাকির মিয়া, সুনামগঞ্জ সদর উপজেলা জাহাঙ্গীর নগর ইউনিয়ন এর কাইয়ারগাঁও গ্রামের শুকুর আলীর ছেলে রুবেল মিয়া, জামালগঞ্জ উপজেলা দূর্লভপুর গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে নজরুল হক,আব্দুর রহিমের ছেলে লোকমান হোসেন।
জানা গেছে, নৌ পুলিশ সিলেট অঞ্চলের পুলিশ সুপার সম্পা ইয়াসমিন নির্দেশনায় সুনামগঞ্জ টুকের বাজার নৌ পুলিশের এস আই পরিমল চন্দ্র মল্লিকের নেতৃত্বে একটি চৌকস নৌ পুলিশের টিম অভিযান চালিয়ে অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তেলন কালে বালুভর্তি ষ্টিল বডি নৌকাসহ ৪ জনকে আটক করেন।
আটকের বিষয়টি নিশ্চিত করেন,সুনামগঞ্জ টুকের বাজার নৌ পুলিশ এস আই পরিমল চন্দ্র মল্লিক।