
জিয়াউল ইসলাম জিয়া,চট্টগ্রাম জেলা প্রতিনিধি
সীতাকুন্ড (চট্টগ্রাম) । চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলা সদরে ভ্রাম্যমাণ আদালত আট ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক হাজার টাকা করে মোট ৮ হাজার টাকা জরিমানা করেছে । বুধবার ২৩ আগস্ট’২৪ দুপুর ১২ টার দিকে এই অভিযান পরিচালনা করেন সীতাকুন্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম রফিকুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মূল্য তালিকা প্রদর্শন না করা ও অতিরিক্ত দামে ডিম ও পেঁয়াজ বিক্রি করার অপরাধে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সীতাকুণ্ড পৌর সদর বাজারের জাহাঙ্গীর আলম চৌধুরী, মো. হোসেন, লিটন পালিত, সুমন দাস, মো. আজম, অজিত দাস, নুর আলম ও ফিরোজ খান নামের আট জন ব্যবসায়ীকে এক হাজার টাকা করে সর্বমোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএম রফিকুল ইসলাম বলেন, সম্প্রতি পেঁয়াজ এবং ডিমের বাজারে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগের পরিপ্রেক্ষিতে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় মূল্য তালিকা প্রদর্শন না করা ও অতিরিক্ত মূল্যে ডিম-পেঁয়াজ বিক্রির অপরাধে ৮ জনকে জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, মূল্য তালিকা প্রদর্শন করলে গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত মূল্য নেওয়ার সুযোগ থাকে না। তাই এ বিষয়ে কঠোর নজরদারি অব্যাহত থাকবে ও জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।