মুক্তিযুদ্ধ মঞ্চের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী সারাদিন ব্যাপি নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়। দুপুর ১২ টা মিনিটে ধানমন্ডির বত্রিশ নাম্বারে মুক্তিযুদ্ধ মঞ্চের মুখপাত্র ও ঢাবির অধ্যাপক ড আ ক ম জামাল উদ্দীনের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং রেলি বের করে। এসময় সংগঠনের সাধারণ সম্পাদক সাবিহা মাহফুজ নিলাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিকেল চারটায় ঢাবির আরসি মজুমদার মিলনায়তনে সংগঠনের মুখপাত্র ড আকম জামাল উদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রথিতযশা শিক্ষক অধ্যাপক ড মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ঢাকা মহানগর শাখার সভাপতি জনাব আমির হোসেন মোল্লা। সংগঠনের সাধারণ সম্পাদক সাবিহা মাহফুজ নীলার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মঞ্চের মিডিয়া সেলের প্রধান ইমদাদুল হক তৈয়ব ও যুগ্ম সাধারণ সম্পাদক খোকন মিয়া প্রমুখ
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি, মঞ্চের মুখপাত্র, সাধারণ সম্পাদকসহ সবাই কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন।
এর আগে সকালে সংগঠনের পদ্মা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব রুবেল মোল্লার নেতৃত্বে টুঙ্গীপাড়ায় মুক্তিযুদ্ধ মঞ্চের মুখপাত্র/ সভাপতি অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দীনের পক্ষে একটি প্রতিনিধি দল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!