
‘৮০০ কোটির পৃথিবী; সকলের সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যৎ গড়ি’- এ প্রতিপাদ্য নিয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় মুক্তাগাছার আয়োজনে র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।
সকালে উপজেলা পরিষদ চত্বরে র্যালী শেষে শহীদ হযরত আলী মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আতিকুন্নাহার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আরব আলী। বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুর্শিদা আক্তার কাকলি, ওয়ার্ল্ডভিশন মুক্তাগাছা এপি ম্যানেজার নম্রতা হাউই, মেডিক্যাল অফিসার ডাঃ নূর মোহাম্মদ, ওয়ার্ল্ডভিশন কর্মকর্তা মোঃ রাশেদুল আলম প্রমূখ।