
ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ মুক্তাগাছা এপি’র আয়োজনে বার্ষিক কমিউনিটি রিভিউ ও পরিকল্পনা সভা-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার মুক্তাগাছা পৌর পাঠাগার মিলনায়তনে গ্রাম উন্নয়ন কমিটির সদস্য, ইউপি সদস্য, হেলথ এসিসটেন্ট, সহকারী কৃষি কর্মকর্তা, ধর্মীয় নেতা, শিশু ফোরাম, শিক্ষকদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে, শুভেচ্ছা বক্তব্য দেন এপি ম্যানেজার নম্রতা হাউই। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্বজিৎ সাহা, মোঃ রাশেদুল আলম, সজল কুমার দে, মৌসুমি আক্তার, সিক্তা চাম্বুগং, গ্রোরি রাংসা প্রমুখ।