
সরকারি শারীরিক শিক্ষা কলেজ মুক্তাগাছার উদ্যোগে ও বাংলাদেশ ফুটবল রেফারিজ কমিটির পরিচালনায় ৪ দিনব্যাপী ফুটবল রেফারি প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়।
মঙ্গলবার সকালে কলেজ মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধন করেন সরকারি শারীরিক শিক্ষা কলেজ মুক্তাগাছার অধ্যক্ষ মোঃ মুমিনুল হাসান।
উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোর্স পরিচালক ও বাংলাদেশ রেফারিজ কমিটির সদস্য মোঃ রকিবুল আলম, কোর্স ইন্সট্রাক্টর ও বাংলাদেশ রেফারিজ কমিটির সদস্য মোঃ শহিদুল ইসলাম, কোর্স কো-অর্ডিনেটর, ময়মনসিংহ সরকারী শারীরিক শিক্ষা কলেজের প্রভাষক মোঃ হাফিজুল ইসলাম, সহকারী কো-অর্ডিনেটর প্রভাষক মোঃ জামিল উদ্দিন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি শারীরিক শিক্ষা কলেজ মুক্তাগাছার প্রভাষক কোহিনূর বেগম এবং প্রশিক্ষণার্থীগণ।
অনুষ্ঠান সঞ্চালন করেন এমপিইসি প্রভাষক মোঃ আমিনুল ইসলাম।