
নুরনবী রহমান স্টাফ রিপোর্টারঃ মিলাদুন্নবী উপলক্ষে বগুড়া গাবতলীর ২০নং সরধনকুটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নবী করিম (সাঃ) এঁর জীবনীর উপর আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও বগুড়া জেলা কমিটির সভাপতি এবং গাবতলী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মুহাম্মাদ আবু মুসা’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে ছিলেন বিদ্যালযের ম্যানেজিং কমিটির আব্দুল খালেক, নাছরিন আকতার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদুল ইসলাম, সহকারী শিক্ষক হুমায়ন কবীর, মুন্নুজান বেগম, তানভীন আক্তার, উম্মে ওবাইদা, বাসন্তি রবি দাস, তিতাস মিয়া, অফিস সহায়ক সুমন মিয়া প্রমূখ। দোয়া মাহফিলে মুসলিম উম্মাহ’র শান্তি, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাংবাদিক মুহাম্মাদ আবু মুসা।