
মির্জাপুর ইউনিয়ন আন্তঃ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত \ ২-১ গোলে বিজয়ী পীরপুর কান্দাপাড়া একাদশ
নরসিংদী জেলা প্রতিনিধিঃ
নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে আন্তঃ ফুটবল টুর্ণামেন্ট এর আয়োজন করা হয়েছে। বিকালে পিরিজকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে টুর্ণামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে মুখোমুখি হয় পীরপুর কান্দাপাড়া একাদশ বনাম পীরপুর মধ্যপাড়া একাদশ। খেলায় ২-১ গোলে পীরপুর মধ্যপাড়া একাদশকে পরাজিত করে শিরোপা জিতেন পীরপুর কান্দাপাড়া একাদশ। চ্যাম্পিয়নশীপ অর্জন করে বিজয় উল্লাসে মেতে উঠেন পীরপুর কান্দাপাড়া একাদশের খেলোয়ার ও সমর্থকরা।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি।
মির্জাপুর ইউপি চেয়ারম্যান মঞ্জুর এলাহী’র সভাপতিত্বে খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি এড. ইউনুস আলী ভুইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আহমেদ পার্থ, শ্রীনগর ইউপি চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেল, মির্জাপুর ইউনিয়ন আ.লীগ সভাপতি মো: তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোশরাফ হোসেন, রায়পুরা উপজেলা ছাত্রলীগ সহ সভাপতি আল আমিন হোসেন, মির্জাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোমেন ইসলাম, ডাঃসবুজ সহ বিভিন্ন ইউপির চেয়ারম্যানবৃন্দ।