
বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), বাগেরহাট; কর্তৃক আয়োজিত মেলার নতুন নামকরণ পুনাক শিল্প ও পণ্য মেলা। যার পূর্ববর্তী নামকরণ ছিল বাণিজ্য মেলা।
বাগেরহাট জেলার কেন্দ্রবিন্দু নূর মসজিদ সংলগ্ন বয়েজ স্কুলের মাঠে ( মদনের মাঠ) প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে ঐতিহ্যবাহী মেলা পুনাক শিল্প ও পণ্য মেলা। উক্ত মেলার আনুষ্ঠানিকতা প্রায় শেষের পথে। ইতিমধ্যে ৯০% কাজ শেষ।
আগামী ০১ সেপ্টেম্বর ২০২২ ইংরেজি এবং ১৫ই ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ, সকাল দশটা নাগাদ শুভ উদ্বোধন ঘোষণা করা হবে পুনাক শিল্প ও পণ্য মেলা ২০২২ এর।
উক্ত মেলায় শতাধিক স্টোল ব্যবস্থা করা হয়েছে। উন্নত মানের আলক সজ্জার ব্যবস্থা করা হয়েছে। সর্বক্ষণিক নিরাপত্তা হিসেবে পুলিশ কনস্টেবল, আনসার, স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন বাহিনী থাকবে।
জমকালো আয়োজনের ভিতরে মেলা উপভোগ করতে প্রত্যেক দর্শনার্থীর টিকিট ফিস মাত্র ২০ টাকা। এবং এই টিকিট থেকেই মূলত মেলা শেষে রাফেল ড্রো অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
পরিশেষে বলতে পারি স্বল্পপরিসরের আমাদের মেলায় অত্যাধুনিক বিভিন্ন ধরনের আয়োজন থাকছে। তাই সবাইকে আহ্বান জানাচ্ছি সবাই শান্তি শৃঙ্খলভাবে মেলা উপভোগ করবেন।