
রুহুল আমিন,জেলা প্রতিনিধি মানিকগঞ্জ।
মানিকগঞ্জের ঘিওরে পায়লা ইউনিয়নের চর বাইলজুরি এলাকায় পারিবারিক কলহের জেরে নিজের ঘরের আড়াঁর সঙ্গে গলায় ফাঁস দিয়ে মোঃ সবুজ হোসেন (২১) নামে এক যুবক আত্মহত্যা করেছে।
রোববার বেলা ৯টার দিকে ওই এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত সবুজ হোসেন ওই এলাকার নজরুল ইসলামের ছেলে। এ ঘটনায় জিজ্ঞাবাদের জন্য নিহতের মাকে আটক করেছে পুলিশ।
এসব তথ্য নিশ্চিত করে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আমিনুর রহমান জানান, পারিবারিক কলহের জেরে রোববার সকালে নিজের ঘরের আড়াঁর সঙ্গে গলায় রশি দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে সবুজ। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের নিহতের মাকে আটক করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।