রুহুল আমিন,জেলা প্রতিনিধি মানিকগঞ্জ।

মানিকগঞ্জের সিঙ্গাইরে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৩ আগষ্ট) সন্ধ্যায় উপজেলার বায়রা ইউনিয়নের গাড়াদিয়া এলাকায় ইউনিয়ন আওয়ামী এ শোক ও আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ-২ আসনের সাংসদ ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম

তিনি তার বক্তব্যে বলেন, বিএনপি-জামাত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে, শেখ জামালকে হত্যা করেছে,শেখ ফজিলাতুন্নেছাকে হত্যা করেছে, ছোট্ট শিশু শেখ রাসেলকে হত্যা করেছে। ওই বিএনপি-জামাতকে ছাড় দেওয়া হবে না। আপনারা নৌকার সাথে থাকুন, শেখ হাসিনার সাথে থাকুন।

তিনি বলেন, আমি শেখ হাসিনার একজন খুদ্র কর্মি। আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে শেখ হাসিনার কথা বলি, উন্নয়নের কথা বলি। সারা দেশের মানুষ আমাকে এক নামে চিনে। আমার দলের ভাইয়েরা আপনার যারা এমপি হওয়ার চিন্তা করছেন, আপনারা যদি এমপি হন তাহলে আমার মাধ্যমেই আপনাদের পরিচয় দিতে হবে। বলতে হবে আমি কণ্ঠশিল্পী মমতাজ বেগমের এলকার এমপি।

বায়রা ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সামসুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ হোসেনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলী ইস্কান্দার, মনিরুজ্জামান হিরু,পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুস ছালাম,ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতোয়ার রহমান প্রমুখ।

এসময় জেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট জাহিদ খান উজ্জ্বল, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল হক, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোহাম্মদ কহিনুর ইসলাম সানি, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আতাউল রহমান আতা, উপজেলা ছাত্র লীগের সভাপতি শাকিল আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল আল মামুনসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!
%d bloggers like this: