শাহমুদুল হাসান নিবিড়
স্টাফ রিপোর্টার ঢাকা বিভাগ

আগামী ১ সেপ্টেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ছাত্রলীগের স্মরণকালের সর্ববৃহৎ ছাত্র সমাবেশ সফল করার লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ রাজৈর উপজেলা শাখার বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ আগস্ট) সকাল ১০ টায় রাজৈর উপজেলা আওয়ামী লীগ এর দলীয় কার্যালয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের উপস্থিতিতে এ সভা আয়োজিত হয়।

উক্ত বর্ধিত সভায় বাংলাদেশ ছাত্রলীগ রাজৈর উপজেলা শাখার সভাপতি জনাব জাহিদ হাসান মুকিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ মাদারীপুর জেলা শাখার সংগ্রামী সভাপতি প্রিয় ছাত্র নেতা জাহিদ হোসেন অনিক এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ মাদারীপুর জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক পরিশ্রমী ছাত্র নেতা বায়েজিদ হাওলার।

সভায় বক্তারা বলেন সর্বচ্চো সংখ্যক ছাত্রলীগের নেতাকর্মীকে নিয়ে অবশ্যই সুশৃঙ্খলভাবে সমাবেশে উপস্থিত থেকে সমাবেশ কে সফল করতে হবে । আগামীর স্মার্ট বাংলাদেশের যোগ্য অংশীদার হিসেবে নিজেদের তুলে ধরতে হবে এবং বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমাদের এগিয়ে যেতে হবে।

উল্লেখ্য যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতি শ্রদ্ধা জানাতে আগামী ১ সেপ্টেম্বর ‘স্মরণকালের সর্ববৃহৎ ছাত্রসমাবেশ’ আয়োজনের ঘোষণা দেয় ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!
%d bloggers like this: