
স্টাফ রিপোর্টারঃ
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্বা আশরাফ আলী খান খসরু এর সহধর্মিণী ও
নেত্রকোনা জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনার শারিরীক অসুস্থতা জনিত কারণে রাজধানীর স্কয়ার হাসপাতালে আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তাকে দেখতে আজকে বিকেলে স্কয়ার হাসপাতালে যান সাবেক ছাত্র নেতা নোয়াখালী ৪ আসন সদর ও সুবর্ণচরের এমপি পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সোহাগ চৌধুরী। এ সময় সোহাগ চৌধুরী সমাজকল্যাণ মন্ত্রীর সাথে কথা বলেন এবং শারীরিক অবস্থার খোজ খবর নেন। এসময় তিনি সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সহধর্মিণীর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
এর আগে নোয়াখালী ৪ আসন নোয়াখালী সদর উপজেলা ও সুবর্ণচরের এমপি পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সোহাগ চৌধুরী নোয়াখালী জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মন্জুর পিতাকে দেখতে যান এবং তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। মন্জুর পিতার সর্বোচ্চ চিকিৎসার জন্য স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ কে অনুরোধ করেন।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সহধর্মিণী ও যুবনেতা মন্জুর পিতার দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন উদীয়মান সাবেক এই ছাত্রনেতা।