মো: আবুল কাশেম, জেলা প্রতিনিধি, দৈনিক প্রতিবাদ নিউজ, ভোলা, বাংলাদেশ।

ভোলার চরফ্যাসন উপজেলা পরিষদের আয়োজনে নতুন হর্টি কালচার ও টিস্যু কালচার সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষ্যে চরফ্যাশন পৌরসভার চার নং ওয়ার্ডের চরফ্যাশন বাজারের ব্রজগোপাল টাউন হলে সুধি সমাবেশের আয়োজন করা হয়েছে। তাতে প্রধান অতিথি হিসেবে মাননীয় কৃষি মন্ত্রী জনাব আব্দুর রাজ্জাক এমপি মহোদয়ের উপস্থিতির কথা রয়েছে। বিশেষ অতিথি থাকবেন স্থানীয় সাংসদ আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব। উক্ত হর্টি কালচার ও টিস্যু কালচার সেন্টারের ভৌতিক অবস্থান হলো শশীভূষন থানার হাজারিগঞ্জ ইউনিয়নে। গত কয়েকদিন যাবৎ সেখানে ঝোঁপ-জঙ্গল পরিষ্কার করে, গতকাল ধান ক্ষেত প্রকৃতির বিল-ঝিল তৈরী সমাপ্ত করনোত্তর গতকালই ফেস্টুন স্থাপন সহ অন্যান্য প্রপাগেশনের কার্যক্রম করা হয়েছে। সরজমিন ঘুরে দেখা গেছে যে, মাননীয় মন্ত্রী মহোদয়ের নামের উদ্ভোধনী বেইজ ফ্ল্যাট স্থাপনে – উপজেলা কৃষি অফিসের সংশ্লিষ্ট সুপারভাইজার হাজির ছিলেন। স্থানীয় বাসিন্দাগনের সাথে আলাপ করে জানা গেছে ভিন্ন কিছু। তারা ভিনদেশী ভাবধারায় বলছে যে, ওখানে কৃষি বিশ্ববিদ্যালয় হবে। অন্যদিকে ঐ জায়গাগুলো সরকারী খাস খতিয়ান ভূক্ত বলে তথ্য প্রমান পাওয়া যায়। প্রতিবছর চরফ্যাসনের স্থানীয় প্রভাবশালী মহল চরফ্যাসনের ঐ বিশাল ভূ-সম্পদ দখল করে নেয়। ইতিপূর্বের ইতিহাসে দেখা গেছে যে, রাজনৈতিক ক্ষমতার হাত বদলের কিংবা পালাবদলের সাথে সাথে ঐ সম্পত্তির ইজারাদার ও লোক লস্করের পরিবর্তন হতে দেখা গেছে। এইবারও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এর প্রায় পূর্বক্ষনে এবং বাংলাদেশ ছাত্রলীগের ঢাকাস্থ ছাত্র সমাবেশের দিনে ওখানে মাননীয় কৃষিমন্ত্রী মহোদয়ের – নতুন হর্টি কালচার ও টিস্যু কালচার সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপনের নামে বা ভিত্তি প্রস্তর স্থাপন চরফ্যাসন উপজেলার ভূমিদস্যুতাকেই দেখিয়ে দেয়। ছবিতে সুধি সমাবেশের আয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!
%d bloggers like this: