মোঃ আবুল কাশেম, জেলা প্রতিনিধি, দৈনিক প্রতিবাদ, ভোলা, বরিশাল, বাংলাদেশ।

“চোখের দৃষ্টিতে মানুষ মরে, হাসিতে যার দশ খুন, অঙ্গতে যে, – আগুন জ্বলে, পানিতে নাই যে কোন গুন” এমন সন্ত্রাসবাদী এলাকা এওয়াজপুর এর দুই নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুর রব পাটোয়ারী গত ০৪/০৯/২০২৩ ইং তারিখ দিনগত রাত ১ঃ৩০ টা মতান্তরে ১ঃ৫০ টার সময় মারা গেছে (ইন্নালিল্লাহি অইন্নাইলাইহি রাজিউন – ইসলাম ধর্ম জীবনের বিসর্গ)। চিকিৎসাজনিত ন-সাফল্য প্রাপ্তিতে, হাসপাতাল ফেরত হয়ে প্রায় দুই বছর নয় মাস যাবত, বাড়িতে মৃত্যুর জন্য অপেক্ষার প্রহর সমাপ্ত করে, দুলার বাবার দ্বিতীয় সন্তান আব্দুর রব পাটোয়ারী বার্ধক্যজনিত মৃত্যুর কোলে ঠাঁই পেয়েছে। তার মৃত্যুতে এলাকায় মাইকিং চলছে। স্থানীয় গার্হস্থ্য মসজিদ ক্যাম্পাসে তার জানাজা হবে। এবং পারিবারিক কবরস্থানে মৃতের দাফন সম্পন্নের প্রস্ত্ততি রয়েছে। দূর-দূরান্তের আত্মীয়-স্বজনের অপেক্ষায় জানাজা ও দাফনের বিলম্ব হয়েছে বলে খোঁজ পাওয়া গেছে। চার ছেলে ও চার মেয়ে সন্তানের জনক, বিএনপি-জামায়াত (জামায়াতে ইসলামী বাংলাদেশ) এর ঐ নেতা তার মৃত্যুকালে প্রায় নব্বই বছর বয়সী ছিলেন। জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে জীবিকা নির্বাহে নিয়োজিত থাকলেও কেহই তার জানাজা ও দাফন ঠেকানোর কাজে নিয়োজিত আছে বলে খোঁজ খবর অনুসন্ধান করা যায় নাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!
%d bloggers like this: