নাজমুল রানা।

 

ভোলা ৩ আসনের সংসদ সদস্যের ভাই ও ভাতিজা কর্তৃক উক্ত জেলার শামীম বকসির নামে এক যুবককে শারীরিক নির্যাতন করে মিথ্যা মামলা দিয়ে জেলে প্রেরণ ও ভয় ভিতি দেখানোর অভিযোগ পাওয়া যায়।

রবিবার সকাল ১০ টা ৩০ ঘটিকায় জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে মিথ্যা স্বাক্ষগ্রণের প্রতিবাদে ও ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন তার পরিবার।

এসময় আসামী শামীম বকসির বোন আমি মোসাঃ শাহিনা আক্তার পরিবারের পক্ষ হইতে এক লিখিত বক্তব্য পাঠ করে শোনান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ভোলায় ইন্জিনিয়ার আবু নোমানের সাথে ছবি তোলাকে কেন্দ্র করে মুলত আমার ভাই আজ এই ষড়যন্ত্রের স্বিকার।

ভোলা জেলার লালমোহন থানার মামলা নং-০১, তারিখঃ ০১/০৭/২০২৩ইং এর ধৃত আসামী শামীম বকসির বোন আমি মোসাঃ শাহিনা আক্তার পরিবারের পক্ষ হইতে বিনয়ের সহিত জানাচ্ছি যে, আমরা জন্ম সূত্রে আওয়ামী পরিবারের সন্তান।

গত ০১/০৭/২০২৩ইং তারিখ বিকাল আনুমানিক ৩টা থেকে ৩টা ৩০ ঘটিকার সময় ভোল-৩ লালমোহন তজুমদ্দিন এর সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন এর ভাতিজা নয়ন পাঞ্চায়েত ও ভাই জাকির পাঞ্চায়েত সহ কতিপয় সন্ত্রাসী আমার ভাইকে ব্যাপক মারধর করে এর পর তারা তাকে একটি চাকু, একটি বগি ও পিস্তল ধরিয়ে দিয়ে পুলিশ ডেকে আনে, পরে তাকে পুলিশ ও সন্ত্রাসীরা থানায় নিয়ে ব্যাপক শরীরিক নির্যাতন করে কোর্টে প্রেরন করে।

কোর্টে প্রেরন করার আগে পুলিশ ও সন্ত্রাসীরা তাকে ক্রস ফায়ারের ভয় দেখিয়ে স্থানীয় কিছু গণ্যমান্য নিরঅপরাধ মানুষের বিরুদ্ধে মিথ্য সাক্ষ দেওয়ার জন্য বাধ্য করে। উক্ত ঘটনার প্রতিবাদে ও নায্য বিচারের দাবীতে আমরা আজকে সংবাদ সম্মেলন করতে বাধ্য হয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!
%d bloggers like this: