নিজেস্ব প্রতিবেদক, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) কুড়িগ্রাম ভুরুঙ্গামারীতে টিএমএসএস এর উদ্যোগে পিপিইপিপি প্রকল্পের অতিদরিদ্র নারী সদস্যদের মাঝে ৩০ দিন ব্যাপী সেলাই প্রশিক্ষন ও সেলাই মেশিন বিতরন করা হয়েছে। পাথওয়েজ টু প্রোসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল প্রকল্প শিলখুড়ী উপ-প্রকল্প ইউনিটের আওতায় মাসব্যাপী প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে এ সেলাই মেশিন বিতরন করা হয়। এ উপলক্ষে মঙ্গলবার (২২ আগষ্ট) দুপুরে শিলখুড়ী টিএমএসএস কার্যালয়ে বাস্তবায়নকারী সংস্থা টিএমএসএস ধলডাঙ্গা শাখা শিলখুড়ী উপ-প্রকল্প ইউনিটের আয়োজনে প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলখুড়ী ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ। প্রকল্প সমন্বয়কারী আলমগীর আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইউপি সদস্য শামসুল আলম, আমিনুল ইসলাম প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, টিএমএসএস ভূরুঙ্গামারী এরিয়া ম্যানেজার রুহুল আমিন, কারিগরী কর্মকর্তা আব্দুল আলিম সরকার এবং সহকারী কারিগরী কর্মকর্তাবৃন্দ। এ সময় প্রতিবন্ধী ০১ জন, স্বামী পরিত্যাক্তা ০৫ জন এবং অতিদরিদ্র ১৯ জন নারী প্রশিক্ষনার্থী সদস্যদের মাঝে ২৫টি সেলাই মেশিন বিতরন করা হয়। উল্লেখ্য ১৬ জুলাই প্রশিক্ষন কার্যক্রম শুরু হয়ে ২২ আগষ্ট এ সেলাই প্রশিক্ষন কার্যক্রম শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!
%d bloggers like this: