
নিজেস্ব প্রতিবেদক, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম)
পুষ্টিকর ও সুস্বাদু খাবার তৈরি ও এর গুনাগুনসহ পুষ্টি বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে টিএমএসএস এর উদ্যোগে দিনব্যাপী পুষ্টি মেলা ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে টিএমএসএস পিপিইপিপি প্রকল্পের আওতায় উপজেলার শিলখূড়ী ইউনিয়নের ঝাল বাজারে সামাজিক উন্নয়ন কেন্দ্র কিশোরী ক্লাবে এ পুষ্টি মেলার উদ্বোধন করেন ইউপি সদস্য আমিনুর রহমান। উপস্থিত ছিলেন টিও লাভলীহুড আব্দুল আলিম সরকার, টিও নিউট্রেশন ওমর ফারুক, এটিও নিউট্রেশন মাহমুদুল হাসান, এটিও লাভলিহুড মনোয়ার হোসেন ও তাজুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তরা বলেন, এ মেলার মূল উদ্দেশ্য হলো শিশুর খাদ্যের পাশাপাশি সব বয়সের মানুষের মধ্যে পুষ্টি সমৃদ্ধ করা। পুষ্টির খাবার কী ও কীভাবে তৈরি করতে হবে এবং এর গুনাগুন সম্পর্কে মেলায় আগত কিশোর-কিশোরী, পিবিসি সদস্যবৃন্দ, মায়েদের উপস্থিত ধারনা দেয়া। মূলত পুষ্টি জ্ঞান সম্পর্কে সম্মুখ ধারণা, পুষ্টি বিষয়ক দক্ষতা ও সচেতনতা সৃষ্টির জন্যই এ পুষ্টি মেলার আয়োজন। উল্লেখ্য মেলায় পুষ্টিকর খাবারের পাশাপাশি রান্না প্রদর্শনী করা হয়। মেলা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরন করা হয়।