নিজেস্ব প্রতিবেদক, ভুরুঙ্গামারী কুড়িগ্রামঃ
কুড়িগ্রাম ভুরুঙ্গামারীতে চলমান জামায়াত-বিএনপির হরতালের সমর্থনে রাস্তা অবরোধ করে মিছিল করার সময় ৮ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার (২০ নভেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের সাদ্দাম মোড় থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার সদর ইউনিয়নের বাগভান্ডার গ্রামের মৃত কাজম আলীর ছেলে ফজলুল হক(৬০), হাসমত আলীর ছেলে আব্দুল করিম (৭০), মোজাফফর হোসেনের ছেলে মিনহাজ (৪৫), জহির উদ্দিনের ছেলে আমিরুল ইসলাম (৪৫), মৃত বেলাল হোসেনের ছেলে এনামুল হক (২৩), বছির উদ্দিনের ছেলে আমিনুর রহমান(২১), শাহজাহান আলীর ছেলে আরিফুল ইসলাম (২১) এবং হযরত আলীর ছেলে সাব্বির রহমান (১৯)। ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে সরকারি কাজে বাঁধা দান ও রাস্তা বন্ধ করে জনগনের ভোগান্তি সৃষ্টির অভিযোগে মামলা দিয়ে কুড়িগ্রাম কোর্টে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!
%d bloggers like this: