নিজেস্ব প্রতিবেদক, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম)
কুড়িগ্রাম ভুরুঙ্গামারীতে মহিদেব যুব সমাজ কল্যান সমিতির উদ্যোগে বাংলাদেশে গুরুতরভাবে আক্রান্ত অঞ্চলসমুহে জলবায়ু পরিবর্তনের প্রভাবের বিরুদ্ধে সংগ্রাম টেকসই প্রকল্পের অগ্রগতি ও চ্যালেঞ্জ মোকাবেলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী।
উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) তাহমিদুল ইসলাম, উপজেলা কৃষি কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ শামিমা অক্তার, উপজেলা সিএসও সভাপতি আলাউদ্দিন। উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর আলম, যুব উন্নয়ন কর্মকর্তা ময়দান আলী, এমজেএসকেএস টেকসই প্রকল্পের ব্যবস্থাপক আব্দুল মান্নান, ইউনিট ম্যানেজার ওয়াদুদ ফারুকী, টিসিএইচআর ইদ্রিস আলী, ইউনিয়ন সিএসও সদস্য কামরুন্নাহার সহ উপজেলা পর্যায়ে সেবাদানকারী কর্তৃপক্ষ ও প্রকল্পের নাগরিক সমাজ সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!
%d bloggers like this: