
উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায় দেশ গড়বো সমাজ সেবায়” শ্লোগানে উপজেলা প্রসাশন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান ক্ষুদ্র ব্যবসা (মুদি দোকান) কর্মসুচির উদ্বোধন করা হয়। এই মুদি দোকান পায় গ্রাড়াগ্রাম ইউনিয়নর নয়া বেগম বেগম।
ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসুচির উদ্বোধন করেন বাংলাদেশ লোক প্রশাসন বিভাগের উপসচিব সিদ্দিকুর রহমান। ভিক্ষুক পূর্ণবাসনের প্রকল্পের আওতায় ভিক্ষকদের স্বাবলম্বী করার লক্ষে ক্ষুদ্র পরিসরে মুদি দোকানের মালামাল সরবরাহ করে দেওয়া হয়।
উপকারভোগী নয়া বেগম বলেন, মোর খুব অভাব স্যার মোক দোকান দেলে মোর আর অভাব থাকবে না।