অনলাইন পত্রিকার ৩য় বর্ষে পদার্পন। ২০২০ সালের এইদিনে পত্রিকাটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। ‘সিলেট লাইন ২৪ ডটকম’ পত্রিকাটি হাঁটি হাঁটি পা পা করে সংবাদ প্রকাশের ২য় বছর অতিক্রম করছে।

বর্ষপূর্তির এই বিশেষ দিন উপলক্ষে পত্রিকার পরিচালনা পর্ষদ থেকে পাঠক ও সুধীজনদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।

‘সিলেট লাইন ২৪ ডটকম’ পত্রিকার প্রধান সম্পাদক সারওয়ার খান বলেন, সকলের দোয়া ও ভালোবাসায় ‘সিলেট লাইন ২৪ ডটকম’ পত্রিকা ৩য় বর্ষে পদার্পণ করতে যাচ্ছে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের নিমিত্তে কাজ করে যাচ্ছে এর সাথে সম্পৃক্ত প্রতি জন কর্মী। সিলেটসহ দেশের বিভিন্ন জেলা, উপজেলার গণ্ডি পেরিয়ে দেশের বাইরেও বেশ ইতিবাচক সাড়া পাচ্ছে পত্রিকাটি।

আস্থা ও নির্ভরতায় সম্মানিত পাঠকদের মনে জায়গা করে নিয়েছে ‘সিলেট লাইন ২৪ ডটকম’। সকলের প্রতি কৃতজ্ঞ আমরা।

নিরপক্ষ নয় সত্যের পক্ষে এই স্লোগান নিয়ে ‘সিলেট লাইন ২৪ ডটকম’ পত্রিকা পথচলা শুরু করেছে সেই পথচলায়, আপনাদের সকলের সহযোগীতা একান্ত প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Don`t copy text!
%d bloggers like this: