
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার আওতাধীন ১১নং মরিচা ইউনিয়ন পরিষদে স্বাধীনতার স্থপতি, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকীতে বঙ্গবন্ধু সহ তার উপলক্ষে ‘জাতীয় শোক দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। সরেজমিনে গিয়ে দেখা যায়, অদ্য ১৫ই আগষ্ট জাতীয় পতাকা অর্ধনিমিত রাখার পাশাপাশি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ সকল ইউপি সদস্য, আওয়ামীলীগ সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ, ইউপি সদস্যা, গ্রাম পুলিশগন বুকে কালো ব্যাজ ধারণ করে ১৫ই আগষ্ট নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। পরবর্তীতে, ইউপি চেয়ারম্যান মোঃ আতাহারুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সকলকে নিয়ে ইউনিয়ন পরিষদ চত্বরে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১২নং গোলাপগঞ্জ আঞ্চলিক শাখার সভাপতি মোঃ মোজাম্মেল হক (রিমন), সাধারণ সম্পাদক মোঃ শফিউল আজম এবং ১১নং মরিচা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ফারুক জামান (জুয়েল) চৌধুরী। উল্লেখ্য, স্থানীয় সাংসদ (দিনাজপুর-১) মনোরঞ্জন শীল গোপাল এর প্রত্যক্ষ দিকনির্দেশনায় এবং ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে এই অনুষ্ঠান পালিত হয়।
প্রতিক্রিয়া জানতে চাইলে ১১ নং মরিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আতাহারুল ইসলাম চৌধুরী বলেন, ” ১৯৭৫ সালের আজকের দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে সেনাবাহিনীর বিপথগামী কিছু সদস্য। এর পেছনে ছিল জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা। আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকীর দিনটি জাতি- ধর্ম-বর্ণ-নির্বিশেষে গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করছি। আজকের এই দিনটি আমাদের শোককে শক্তিতে পরিণত করার দিন। আজকের এই দিনের শোককে পরিণত করে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বিনির্মানে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহবান জানাচ্ছি। একইসঙ্গে আজকের এই শোক দিবস সফল করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই”।