
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার আওতাধীন ১৮০নং চকদফর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বাধীনতার স্থপতি, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকীতে বঙ্গবন্ধু সহ তার উপলক্ষে ‘জাতীয় শোক দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। সরেজমিনে গিয়ে দেখা যায়, অদ্য ১৫ই আগষ্ট জাতীয় পতাকা অর্ধনিমিত রাখার পাশাপাশি প্রধান শিক্ষক সহ সকল সহকারী শিক্ষক- কর্মচারী বুকে কালো ব্যাজ ধারণ করে ১৫ই আগষ্ট নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। শিক্ষার্থীদের জন্য বঙ্গবন্ধু ও বাংলাদেশের উপর চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে অত্র প্রতিষ্ঠানটি।
প্রতিক্রিয়া জানতে চাইলে ১৮০ নং চকদফর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষক মোঃ মোবারক আলী বলেন, ” ১৯৭৫ সালের আজকের দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে সেনাবাহিনীর বিপথগামী কিছু সদস্য। এর পেছনে ছিল জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা। আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকীর দিনটি জাতি-ধর্ম-বর্ণ-নির্বিশেষে গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করছি। আজকের এই দিনটি আমাদের শোককে শক্তিতে পরিণত করার দিন। আজকের এই দিনের শোককে পরিণত করে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বিনির্মানে সকল শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার জন্য আমরা আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছি”।