
নিউজ ডেস্কঃ
আজ ৮ মার্চ বিশ্ব নারী দিবস উপলক্ষ্যে কবি, সাংবাদিক ও রাজনীতিবিদ, রোজ টিভি ইউকে এর চেয়ারম্যান এবং সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ড. মোঃ জয়নুল আবেদীন রোজ বিশ্বের সকল নারীর প্রতি শুভেচ্ছা ও শুভকামনা জ্ঞাপন করেছেন। তিনি সকল নারীকে উৎসর্গ করে তাঁর ফেসবুক পেজ-এ নিজের লেখা কবিতা পোস্ট করেছেন। তিনি বলেন, নারী পুরুষের মাঝে আর ভেদাভেদ করার সময় নেই, এখন শুধু বিশ্বকে নারী পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় সামনের দিকে এগিয়ে নিতে হবে। জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রয়োজন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণে এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের নারীদের অবদান অনস্বীকার্য।