
মোঃ আব্দুস সবুর(বালিয়াডাঙ্গী) ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বালিয়াডাঙ্গী ল্যাবরেটরি স্কুলের ছাত্রছাত্রীদের শিক্ষা সহ বিভিন্ন বিষয়ে উৎসাহিত করার জন্য উদ্দীপনা পুরস্কার বিতরণ করা হয়েছে।
১৪ অক্টোবর শুক্রবার সকালে ল্যাবরেটরি স্কুল মাঠ প্রাঙ্গণে বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে স্কুলের মেধাবী শিক্ষাথীদের মাঝে উদ্দিপনা পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গীর কৃতিসন্তান মরহুম শিল্পপতি ইন্জিনিয়ার ইজাবউদ্দিন আহমেদের নাতি ইজাবগ্রুপের বর্তমান ব্যাবস্থাপনা পরিচালক ইশতিয়াক আহমেদ।
অনুষ্ঠানে বালিয়াডাঙ্গী ল্যাবরেটরি স্কুলের পরিচালক মোঃ রমজান আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন অভিভাবক লাহিড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আলমগীর শেখ, সাংবাদিক হারুন অর রশীদ,ল্যাবরেটরি স্কুলের সহকারি শিক্ষক নুরে আলম,পঞ্চম শ্রেণির শিক্ষাথী সালসাবিন ইসলাম মিশাকি প্রমুখ।
অনুষ্ঠানে প্রায় ৬৫০ জন শিক্ষাথীদের মাঝে উন্নত মানের পুরস্কার প্রদান করা হয়।
এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ,অভিভাবক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।