মোঃ আব্দুস সবুর
বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ কমিউনিটি পুলিশিং এর মুলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা পুলিশিং ফোরামের উদ্দোগে শনিবার সকাল ১০টায়
কমিউনিটি পুলিশিং ডে-২০২২ পালিত হয়েছে।
কর্মসূচীর শুরুতে বালিয়াডাঙ্গী থানা চত্ত্বরে বেলুন এবং শান্তির প্রতিক কবুতর উড়িয়ে দিনের কার্যক্রম শুরু হয় পরে উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ মোঃ খায়রুল আনাম এর নেতৃত্বে বালিয়াডাঙ্গী থানা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপজেলা আটটি ইউনিয়ন থেকে আসা ইউপি সদস্য,ছাত্রছাত্রী,শিক্ষক,আনসার,জনপ্রতিনিধিসহ সর্ব স্তরের মানুষ এতে অংশ গ্রহন করেন। পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব আলহাজ্ব মোহাম্মদ আলী সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ মোঃ খায়রুল আনাম।এসময় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ -সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান প্রবীর কুমার রায়, বালিয়াডাঙ্গী উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদুর রহমান,চাড়োল ইউপি চেয়ারম্যান দীলীপ কুমার চ্যার্টার্জী বাবু,ধনতলা ইউপি চেয়ারম্যান সমর কুমার চ্যাটার্জী নুপুর, বড়বাড়ী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আকরাম আলী, সাংবাদিক এস.এম মশিউর রহমান সরকার, রাজিউর রহমান জেহাদ রাজু সহ আরও অনেকেই।
আলোচনা শেষে বিভিন্ন স্কুলের রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতা ও সঞ্চালনা করেন কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারন সম্পাদক ও লাহিড়ী ডিগ্রি কলেজের প্রভাষক দেলোয়ার হোসেন সিদ্দিকি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!
%d bloggers like this: