মোঃআব্দুস সবুর বালিয়াডাঙ্গী,ঠাকুরগাঁও:

ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল,এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ভূমি সেবা সপ্তাহ-২০২৩ পালিত হয়েছে।

সোমবার ২৩ মে দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা ভূমি অফিস থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন শেষে এক আলোচন সভা অনুষ্ঠিত হয়।

বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার এর সভাপতিত্বে আলোচনা সভায়
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলী আসলাম জুয়েল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেহা তুজ জোহরা। বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) আব্দুল্লাহ আল মামুন শাহ,বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার মিঠুন দেবনাথ, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি জুলফিকার আলী,ভানোর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, পাড়িয়া ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বী রুবেল, বড়পলাশবাড়ী ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দীন, আমজানখোর ইউপি চেয়ারম্যান আকালু ডংগা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমকর্তা সাইদুর রহমান, উপজেলা সেটেলমেন্ট অফিসার শাহ ইকবাল, বালিয়াডাঙ্গী টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ সাদেকুল ইসলামসহ আরও অনেকেই।

এসময় সহকারী কমিশনার (ভূমি) ফাতেহা তুজ জোহরা
বলেন, ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে ভূমি মন্ত্রণালয়ের নির্দেশিত সব কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
ভূমি অফিসে না এসেও ডিজিটাল ভূমি সেবা গ্রহণ- এ প্রতিপাদ্য সামনে রেখে চলমান নানা কার্যক্রমের অগ্রগতি সাধিত হয়েছে। তিনি বলেন, ইতোমধ্যেই ভূমি মন্ত্রণালয় কর্তৃক নির্দেশিত ভূমি সেবা নিশ্চিত করতে উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসগুলো কাজ করে যাচ্ছে। শতভাগ ই-নামজারি, ভূমি উন্নয়ন কর আদায় ও অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে রেজিস্ট্রেশন করা হচ্ছে। প্রতিদিন গণশুনানি, ভূমিহীনদের মধ্যে বন্দোবস্তকৃত জমির কবুলিয়ত ও দলিল হস্তান্তর, অফিসের বাইরে খোলা স্থানে গণশুনানি গ্রহণ, মিসকেইসের দ্রুুত নিস্পত্তিকরণ, ভূমি উন্নয়ন কর আদায়ে ক্যাম্পিং, সেমিনার ও মাইকিং করে সচেতনতা সৃষ্টি, বেদখলকৃত খাসজমি উদ্ধার, মুজিববর্ষের ঘর নির্মাণেও খাস জমি উদ্ধার, অনলাইনে সায়রাতমহল ইজারা প্রদান, ভিপি সম্পত্তির লিজ নবায়নের ফি আদায়, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে খাসজমি উদ্ধার, খাল ও ছড়া উদ্ধারসহ বিভিন্ন কাজ করা হচ্ছে।
মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে অনলাইন ভূমি সেবা সম্পকে জনগণের মধ্যে সচেতনতা তৈরিতে কাজ করে যাচ্ছে।
এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার কর্মরত সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!
%d bloggers like this: