
রিয়াদ মিয়া, স্টাফ রিপোর্টার,,,বরিশালের বানারীপাড়া উপজেলার খ্যাতিমান ও সুপরিচিত বারবার নির্বাচিত শ্রেষ্ঠ প্রধান শিক্ষক,বরিশাল জেলা শিক্ষক সমিতি সেলিম ভুঁইয়া গ্রুপের আহ্বায়ক এবং বিএনপির কর্মীবান্ধব রাজনীতিবিদ গোলাম মাহমুদ (মাহবুব মাস্টার)।বিএপির এক-এগারোর নির্যাতিত নেতা দেশ ও দেশের বাইরে অবস্থানরত সকল বাঙালি ও মুসলিম ভাইবোনদের জানিয়েছে ঈদুল আযহার শুভেচ্ছা। সময়ের কালক্ষেপণে সাময়িক করোনার মতো বিশ্বব্যাপি মহা বিপদ উত্তরণের পর এবার ঈদুল আযহা উৎযাপিত হতে যাচ্ছে অন্যান্য দেশের সাথে বাংলাদেশে।একই সাথে মাহবুব মাস্টার বলেন আমাদের ঈদুল আযহা পালন যেন হয় ত্যাগের মহীমায় ও সৃষ্টিকর্তাকে খুশি করার লক্ষ্যে।আমাদের নিকটতম দরিদ্র প্রতিবেশীর পাশাপাশি আত্মীয় স্বজনরা যেন আপনার আমার ঈদ পালন তথা পশু জবেহ ও বন্টনে সন্তুষ্ট হয়।,