রিয়াদ মিয়া, স্টাফ রিপোর্টার,,বরিশালের বানারীপাড়ায় নির্যাতনের শিকার হয়ে প্রাণ গেল দুই সন্তানের জননীর। উপজেলার সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গাভা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিটিয়ে অবস্থায় পানিতে চুবিয়ে হত্যা করে স্বামী আব্দুস ছালাম হাওলাদার(৪০)।এই অপরাধে পাষণ্ড স্বামী আব্দুল ছালাম হাওলাদার(৪২)কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

তথ্য সূত্রে জানা যায়, ২১ আগষ্ট সোমবার দুপুরে পারিবারিক বিরোধের জের ধরে স্ত্রী কারিমা বেগম(২৬)কে পাইপ লাইট দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে ক্ষান্ত হয়নি পাশ্ববর্তী খালে চুবিয়ে নৃশংস ভাবে হত্যা করে। নিহত কারিমা বেগমের বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায়।

এ বিষয়ে বানারীপাড়া থানার অসি (তদন্ত) মুমিন উদ্দিন জানান,খবর পেয়ে দ্রুত পুলিশ গিয়ে আসামিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে এবং নিহত কারিমাকে উদ্ধার করে বরিশাল শেরেই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পোস্টমর্টেমে পাঠানোর জন্য প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!
%d bloggers like this: