
মোঃ আল ইমরান, জেলা প্রতিনিধিঃ
আজ ২ দিন যাবত, পৌর এলাকার ২ নং ওয়ার্ড এর পুরাতন বাজার মৌজায়, পানি বদ্ধ মানুষের ঘরে পানি জমা খবর পেয়ে হরিনখানা ছাত্র ও যুব সমাজ কে সাথে নিয়ে স্থানীয় কমিশনার বেড়িবাদ রাস্তার। সুইজ গেট খুলে পানি অপসারন করে দেন।
স্থানীয় জনগন উপস্থিত ছিল,
ছাত্র ও যুব সমাজের পক্ষ থেকে শফিকুল ইসলাম আরমানের দাবী সুইজ গেটের দায়িত্ব রত কর্মচারীরা যদি কাজ করতো এই অবস্থা হত না। আর সময়ের সাহশী উদ্যেগ না নিলে, কোন মুখে ভোট চাইবো।