
– স্টাফ রিপোর্টার মোঃ আল ইমরান
সাইনবোর্ড কেন্দ্রীয় দুর্গা মন্দির ও শিবপুর শিববাড়ি জগন্নাথ মন্দির এর পরিচালনায় উল্টো রথ যাএার অনুষ্টান অনুষ্ঠিত হয় দুপুর (১২ঃ৩০) মিনিটে
হাতি নিয়ে ধুমধাম এর সাথে রথ চলে যায় সাইনবোর্ড বাজার থেকে শিববাড়ি জগন্নাথ মন্দিরে। (১লা জুলাই) শিবপুর শিববাড়ি জগন্নাথ মন্দির থেকে রথ যাত্রা করে সাইনবোর্ড কেন্দ্রীয় দুর্গা মন্দিরে উদ্দেশ্যে।
আজ (৯ই জুলাই) উল্টো রথযাত্রা প্রতিবছরের চেয়ে ভিন্ন। এই বছর হাতি নিয়ে ধুমধাম এর সাথে রথ নিয়ে যাওয়া হয়। সুরক্ষার জন্য ছিলেন প্রশাসন এবং সাথে ছিলেন মন্দির পরিচালনা কমিটির সদস্যবৃন্দরা। কোন সমস্যা ছাড়াই সফলভাবে রথ পৌঁছে যায় শিবপুর শিবমন্দিরে।
ঐতিহাসিক রথ যাত্রায় ছিলেন অসংখ্য ভক্তবন্দীরা।
ভোক্তাবৃন্দ এবং কমিটির যথেষ্ট সতর্কতার সাথে রথ যাত্রা সফল হয়েছে