
মোঃ বশির আহাম্মেদ
বাকেরগঞ্জ সংবাদদাতা
নিরাপদ মাছে ভরব দেশ গড়ব স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালী, ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ জুলাই মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মৎস্য দপ্তরের আয়োজনে মৎস্য কর্মকর্তা মোঃ নাসির উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীর সম্পদ কর্মকর্তা আবু সালে মোঃ রেজা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তহবিনা বেগম মিনু, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব মিত্র , শ্রমিক লীগ সভাপতি কালাম ডাকুয়া, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নুরুন্নাহার বেগম বাকেরগঞ্জ মৎস্য অফিসের কাওসার সহ সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নিবন্ধনকৃত জেলেগণ।
আলোচনা সভায় বক্তারা মৎস্য সম্পদ উন্নয়নে বিভিন্ন দিক ও ধ্বংসের বিভিন্ন কারন নিয়ে আলোকপাত করেন। মৎস্য কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন তার বক্তব্য বলেন অবৈধ সকল জালের ব্যবহার বন্ধ সহ মৎস্য সম্পদ বৃদ্ধিতে সকল উম্মুক্ত ও বদ্ধ জলাশয়ে ব্যক্তি উদ্যোগে মাছ চাষের উপর গুরুত্ব দিলেই সুফল পাওয়া যাবে।
অনুষ্ঠান শেষে মৎস্য সম্পদে অবদানের জন্য ৩ জন মৎস্য চাষীকে পুরস্কৃত করা হয় ।