বাকেরগঞ্জে ৮ কিলোমিটার রাস্তা চলাচলের অনুপযোগী

এম এইচ কামাল বাকেরগঞ্জ প্রতিবেদক
বাকেরগঞ্জের পাদ্রিশিবপুর ইউনিয়নের কানকি ব্রিজ থেকে চেয়ারম্যান হাট পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা। প্রবা ফটো
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রিশিবপুর ইউনিয়নের কানকি ব্রিজ থেকে চেয়ারম্যান হাট পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা। রাস্তার ইট উঠে গিয়ে বিভিন্ন স্থানে বড় বড় গর্ত হয়েছে । বৃষ্টি হলে গর্তে পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ফলে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে আশপাশের কয়েক গ্রামের হাজারো মানুষের। দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি তাদের।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রাস্তাটি দিয়ে প্রতিদিন কালিগঞ্জ হাট, কাঁঠালতলীর হাট, বিসমিল্লাহর বাজার, কানকিরহাট, গাজীর হাট, নূরনগর বাজার, নান্টু বাজার, এমপির হাট, চেয়ারম্যান হাট এলাকার বাসিন্দারা চলাচল করে। এ ছাড়া ছোট রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এমএ মালেক ডিগ্রি কলেজ, দক্ষিণ-পশ্চিম রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পার্শ্ববর্তী মির্জাগঞ্জ উপজেলার আকতার হোসেন চৌধুরী মেমোরিয়াল কলেজের শিক্ষক-শিক্ষার্থীদেরও এ রাস্তা দিয়ে চলাচল করতে হয়। গ্রামীণ মাটির রাস্তাটির মাঝে মাঝে ইট বিছানো হয়েছে। ইট উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বিভিন্ন যানবাহন চলাচলের কারণে মাটির অংশেও গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে গর্তে পানি জমে পুরো রাস্তাই কাদামাটি হয়ে যায়। এতে বিভিন্ন যানবাহন আটকে যায়। রাস্তাটি দিয়ে হেঁটে চলাই মুশকিল হয়ে পড়ে।

ছোট রঘুনাথপুরের বাসিন্দা আব্দুল লতিফ হাওলাদার বলেন, ‘গ্রামবাসী মিলে রাস্তাটি মাটি দিয়ে কয়েকবার সংস্কার করা হয়েছে। বিভিন্ন যানবাহন চলাচল ও বৃষ্টির কারণেদ আবার বড় বড় গর্ত হয়ে গেছে। বিভিন্ন জায়গায় রাস্তাটি ভেঙেও গেছে। চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!
%d bloggers like this: